Title (Indic)তুমি রোজ বিকেলে আমার বাগানে WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Kumaar bishbajit LyricsBengaliতুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে জানিনা তুমি ফুল না আমাকেই বেশি ভালবাসতে প্রতিদিন তুমি দেখতে আমায় গোলাপের আড়ালে লুকিয়ে, যখনই চোখে চোখ পড়তো লজ্জায় যেতে শুধু পালিয়ে। কি ছিল তোমার মনে কি ছিল তোমার মনে পারিনি তা আজো জানতে । তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে জানিনা তুমি ফুল না আমাকেই বেশি ভালবাসতে । স্বপ্নের মত গেলে কোথায় অজানাই হারিয়ে কে জানে নিরবেই চির দিনটাই তো স্বপনের বাঁশী বাজে এ প্রাণে পারিনি আমি আজো পারিনি আমি আজো সেই স্মৃতির ইতি টানতে তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে জানিনা তুমি ফুল না আমাকেই বেশি ভালবাসতে । Englishtumi roj bikele āmār bāgāne phul nite āste jāninā tumi phul nā āmākei beśhi bhālabāste pratidin tumi dekhte āmāẏ golāper ār̤āle lukiẏe, yakhana̮i chokhe chokh par̤to lajjāẏ yete śhudhu pāliẏe| ki chhil teাmār mane ki chhil teাmār mane pārini tā ājeা jānte | tumi roj bikele āmār bāgāne phul nite āste jāninā tumi phul nā āmākei beśhi bhālabāste | sbapner mat gele keাthāẏ ajānāi hāriẏe ke jāne nirabei chir dinaṭāi teা sbapner bām̐śhī bāje e prāṇe pārini āmi ājeা pārini āmi ājeা sei smṛtir iti ṭānte tumi roj bikele āmār bāgāne phul nite āste jāninā tumi phul nā āmākei beśhi bhālabāste |