Title (Indic)তুমি পাগল বলো আর নিঠুর বলো WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Kumaar bishbajit LyricsBengaliতুমি পাগল বলো আর নিঠুর বলো সবই তোমার আমি তুমি নিঃস্ব হবে কভু থেমে গেলে আমার এমন পাগলামি .. আমি নাকি ছন্নছাড়া বড় অভিমানী তোমার অভিযোগে হলাম যে আসামী ।। কিছু জ্বালা দেবার ভালোবাসা দেবার ।। একজনইতো আমি তুমি নিঃস্ব হবে কভু থেমে গেলে আমার এমন পাগলামি তোমারি আঘাত পেলে এ হৃদয় বেঁকে চলে তোমার অধিকারে এ জীবন ভাঙে গড়ে ।। ভালোবাসা আমরা এমন গভীর বলেই ।। তাইতো এমন আমি তুমি নিঃস্ব হবে কভু থেমে গেলে আমার এমন পাগলামি তুমি পাগল বলো আর নিঠুর বলো সবই তোমার আমি তুমি নিঃস্ব হবে কভু থেমে গেলে আমার এমন পাগলামি .. Englishtumi pāgal balo ār niṭhur balo saba̮i tomār āmi tumi niḥsb habe kabhu theme gele āmār eman pāglāmi .. āmi nāki chhannachhār̤ā bar̤ abhimānī tomār abhiyoge halām ye āsāmī || kichhu jbālā debār bhālobāsā debār || ekajana̮ito āmi tumi niḥsb habe kabhu theme gele āmār eman pāglāmi tomāri āghāt pele e hṛdaẏ bem̐ke chale tomār adhikāre e jīban bhāṅe gar̤e || bhālobāsā āmrā eman gabhīr balei || tāito eman āmi tumi niḥsb habe kabhu theme gele āmār eman pāglāmi tumi pāgal balo ār niṭhur balo saba̮i tomār āmi tumi niḥsb habe kabhu theme gele āmār eman pāglāmi ..