Title (Indic)তুমি এসে আমার মনে ফাগুল জ্বালালে WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Chitraa sim LyricsBengaliতুমি এসে আমার মনে ফাগুল জ্বালালে। ফাগুল জ্বালালে ফাগুল জ্বালালে। তুমি প্রথম এই পৃথিবী ভাল লাগালে।। শীতের হাওয়ায় একা একা সময় গুনে গুনে দিন কাটাতাম স্বপ্নে তোমার ফুলের বাঁশি শুনে। হঠাৎ কখন সামনে এসে আমায় রাঙ্গালে।। তুমি প্রথম এই পৃথিবী ভাল লাগালে।। কী ক্ষতি চিরজীবন এমনই যদি থাকো অনুরাগের রঙ্গে আমার হাজার ছবি আঁকো। কী ক্ষতি মনের কথা আমায় জানালে তুমি প্রথম এই পৃথিবী ভাল লাগালে।। Englishtumi ese āmār mane phāgul jbālāle| phāgul jbālāle phāgul jbālāle| tumi pratham ei pṛthibī bhāl lāgāle|| śhīter hāoẏāẏ ekā ekā samaẏ gune gune din kāṭātām sbapne tomār phuler bām̐śhi śhune| haṭhāt kakhan sāmne ese āmāẏ rāṅgāle|| tumi pratham ei pṛthibī bhāl lāgāle|| kī kṣhati chirajīban emana̮i yadi thāko anurāger raṅge āmār hājār chhabi ām̐ko| kī kṣhati maner kathā āmāẏ jānāle tumi pratham ei pṛthibī bhāl lāgāle||