Title (Indic)তুমি আমার সকালবেলার সুর WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Dheeren basu LyricsBengaliতুমি আমার সকালবেলার সুর বিদায় আলোয় উদাস করা অশ্রুভারাতুর। ভোরের তারার মতো তোমার সজল চাওয়ায় ভালোবাসা চেয়ে সে যে কান্না পাওয়ায় রাত্রিশেষের চাঁদ তুমি গো, বিদায়বিধুর। তুমি আমার ভোরের ঝরা ফুল শিশির নাওয়া শুভ্রশুচি পূজারিণীতুল। অরুণ তুমি তরুণ তুমি করুণ তারও চেয়ে হাসির দেশে তুমি যেন বিষাদ লোকের মেয়ে তুমি ইন্দ্রসভার মৌনবীণা নীরবনিঠুর।। Englishtumi āmār sakālabelār sur bidāẏ āloẏ udās karā aśhrubhārātur| bhorer tārār mato tomār sajal chāoẏāẏ bhālobāsā cheẏe se ye kānnā pāoẏāẏ rātriśheṣher chām̐d tumi go, bidāẏabidhur| tumi āmār bhorer jharā phul śhiśhir nāoẏā śhubhraśhuchi pūjāriṇītul| aruṇ tumi taruṇ tumi karuṇ tārao cheẏe hāsir deśhe tumi yen biṣhād loker meẏe tumi indrasbhār maunbīṇā nīrabaniṭhur||