Title (Indic)তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Maanabendr Mukherjee LyricsBengaliতোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার জনমে জনমে তাই চলে মোর অনন্ত অভিসার। বনে তুমি যবে ছিলে বনফুল গেয়েছিনু গান আমি বুলবুল ছিলাম তোমার পূজার থালায় চন্দন ফুলহার। তব সংগীতে আমি ছিনু সুর, নৃত্যে নূপুরছন্দ আমি ছিনু তব অমরাবতীতে পারিজাত ফুলগন্ধ। কত বসন্তে কত বরষায় খুঁজেছি তোমায় তারায় তারায় আজিও এসেছি তেমনই আশায় লয়ে স্মৃতি সম্ভার।। Englishtomārei āmi chāhiẏāchhi priẏ śhatrūpe śhatbār janme janme tāi chale mor anant abhisār| bane tumi yabe chhile banphul geẏechhinu gān āmi bulbul chhilām tomār pūjār thālāẏ chandan phulhār| tab saṁgīte āmi chhinu sur, nṛtye nūpurachhand āmi chhinu tab amarābtīte pārijāt phulagandh| kat basante kat baraṣhāẏ khum̐jechhi tomāẏ tārāẏ tārāẏ ājio esechhi temana̮i āśhāẏ laẏe smṛti sambhār||