Title (Indic)তোমার চুল বাঁধা দেখতে দেখতে WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Jaagajit sim LyricsBengaliতোমার চুল বাঁধা দেখতে দেখতে। ভাঙল কাঁচের আয়না।। তোমার ছলাকলা দেখতে দেখতে। এ ভাঙল বুকের আয়না।। ভরা যৌবনে সাজাতে তোমাকে ষোলটি ফাগুন লেগে গেছে। তোমার অপরূপ ধরে রাখতে। পাগল হল যে আয়না।। আমি যেমন তোমারই ছিলাম তেমন তোমারই আছি। তুমি আয়নাকে প্রশ্ন করো। শুনে নাও কী বলে আয়না।। তুমি একদিন এখানে এসো আমার চোখের দিকে শুধু চাও। তুমি তবেই বুঝবে আমাকে। চোখ যে মনের আয়না।। Englishtomār chul bām̐dhā dekhte dekhte| bhāṅal kām̐cher āẏanā|| tomār chhalāklā dekhte dekhte| e bhāṅal buker āẏanā|| bharā yaubne sājāte tomāke ṣholṭi phāgun lege gechhe| tomār aprūp dhare rākhte| pāgal hal ye āẏanā|| āmi yeman tomāra̮i chhilām teman tomāra̮i āchhi| tumi āẏanāke praśhn karo| śhune nāo kī bale āẏanā|| tumi ekdin ekhāne eso āmār chokher dike śhudhu chāo| tumi tabei bujhbe āmāke| chokh ye maner āẏanā||