Title (Indic)শিউলি ফোঁটা ফুরোল যেই ফুরোল শীতের বনে WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Debabrat bishbaas LyricsBengaliশিউলি ফোঁটা ফুরোল যেই ফুরোল শীতের বনে এলে যে– আমার শীতের বনে এলে যে সেই শূন্যক্ষণে॥ তাই গোপনে সাজিয়ে ডালা দুখের সুরে বরণমালা গাঁথি মনে মনে শূন্যক্ষণে॥ দিনের কোলাহলে ঢাকা সে যে রইবে হৃদয়তলে– আমার বরণমালা রইবে হৃদয়তলে॥ রাতের তারা উঠবে যবে সুরের মালা বদল হবে তখন তোমার সনে মনে মনে॥ Englishśhiuli phom̐ṭā phurol yei phurol śhīter bane ele ye– āmār śhīter bane ele ye sei śhūnyakṣhaṇe|| tāi gopne sājiẏe ḍālā dukher sure baraṇmālā gām̐thi mane mane śhūnyakṣhaṇe|| diner kolāhle ḍhākā se ye ra̮ibe hṛdaẏatle– āmār baraṇmālā ra̮ibe hṛdaẏatle|| rāter tārā uṭhbe yabe surer mālā badal habe takhan tomār sane mane mane||