Title (Indic)শরতে আজ কোন্ অতিথি এল প্রাণের দ্বারে WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Koraas LyricsBengaliশরতে আজ কোন্ অতিথি এল প্রাণের দ্বারে। আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে॥ নীল আকাশের নীরব কথা শিশির-ভেজা ব্যাকুলতা বেজে উঠুক আজি তোমার বীণার তারে তারে॥ শষ্যক্ষেতের সোনার গানে যোগ দে রে আজ সমান তানে, ভাসিয়ে দে সুর ভরা নদীর অমল জলধারে। যে এসেছে তাহার মুখে দেখ্ রে চেয়ে গভীর সুখে, দুয়ার খুলে তাহার সাথে বাহির হয়ে যা রে॥ Englishśharte āj kon atithi el prāṇer dbāre| ānandagān gā re hṛdaẏ, ānandagān gā re|| nīl ākāśher nīrab kathā śhiśhir-bhejā byākultā beje uṭhuk āji tomār bīṇār tāre tāre|| śhaṣhyakṣheter sonār gāne yog de re āj samān tāne, bhāsiẏe de sur bharā nadīr amal jaldhāre| ye esechhe tāhār mukhe dekh re cheẏe gabhīr sukhe, duẏār khule tāhār sāthe bāhir haẏe yā re||