Title (Indic)সংসার যবে মন কেড়ে লয় WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Hemant Kumar Writer Rabindranath Tagore LyricsBengaliসংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, তখনো, হে নাথ, প্রণমি তোমায় গাহি বসে তব গান।। অন্তরযামী, ক্ষমো সে আমার শূন্য মনের বৃথা উপহার– পুষ্পবিহীন পূজা-আয়োজন, ভক্তিবিহীন তান।। ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে– নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে। সহসা একদা আপনা হইতে ভরি দিবে তুমি তোমার অমৃতে, এই ভরসায় করি পদতলে শূন্য হৃদয় দান।। Englishsaṁsār yabe man ker̤e laẏ, jāge nā yakhan prāṇ, takhno, he nāth, praṇmi tomāẏ gāhi base tab gān|| antaryāmī, kṣhamo se āmār śhūny maner bṛthā uphār– puṣhpabihīn pūjā-āẏojan, bhaktibihīn tān|| ḍāki tab nām śhuṣhk kaṇṭhe, āśhā kari prāṇapṇe– nibir̤ premer saras barṣhā yadi neme āse mane| sahsā ekdā āpnā ha̮ite bhari dibe tumi tomār amṛte, ei bharasāẏ kari padatle śhūny hṛdaẏ dān||