Title (Indic)সবার হৃদয়ে রবীন্দ্র নাথ চেতনাতে নজরুল WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Bhoopen haajaarikaa LyricsBengaliসবার হৃদয়ে রবীন্দ্র নাথ চেতনাতে নজরুল যতই আসুক বিঘ্ন বিপদ হাওয়া হোক প্রতিকূল একহাতে বাজে অগ্নিবীনা কন্ঠে গীতাঞ্জলী হাজার সূর্য চোখের তাঁরায় আমরা যে পথ চলি।। এই সেই দেশ একদা যেখানে উপনিশদের ঋষি সমতার গান গেয়েছিল আর শুনেছিল দশদিশি প্রোপিতামহের ভাষাতেই আমরা যে কথা বলি হাজার সূর্য চোখের তাঁরায় আমরা যে পথ চলি।। এই সেই দেশ এখনও এখানে উঠে আজানের ধ্বনি গীতা বাইবেন ত্রিপিটক আর শোনা যায় রামায়নি কবি কালিদাস ইকবাল আর গালিবের পদাবলি হাজার সূর্য চোখের তাঁরায় আমরা যে পথ চলি।। Englishsabār hṛdaẏe rabīndr nāth chetnāte najrul yata̮i āsuk bighn bipad hāoẏā hok pratikūl ekhāte bāje agnibīnā kanṭhe gītāñjalī hājār sūry chokher tām̐rāẏ āmrā ye path chali|| ei sei deśh ekdā yekhāne upaniśhder ṛṣhi samtār gān geẏechhil ār śhunechhil daśhdiśhi propitāmher bhāṣhātei āmrā ye kathā bali hājār sūry chokher tām̐rāẏ āmrā ye path chali|| ei sei deśh ekhanao ekhāne uṭhe ājāner dhbani gītā bāiben tripiṭak ār śhonā yāẏ rāmāẏani kabi kālidās ikbāl ār gāliber padābli hājār sūry chokher tām̐rāẏ āmrā ye path chali||