Title (Indic)সব কথা বলো তবু কিছুই বলো না WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Kumaar bishbajit LyricsBengaliসব কথা বলো তবু কিছুই বলো না কেমন করে জানবো ভালবেসেছ আমায় ভালবাসার কেমন রীতি বলো না তুমি একটুখানি বুঝিয়ে বলো না। শুধু বুকের কথা লুকিয়ে রেখো না তুমি করো না আর অমন ছলনা।। ঘুরে মরি গোলক ধাঁধায় এখন কি হবে উপায় পারো তো বাঁচাও আমায় সোপেছি হৃদয় তোমায়। আমায় অমন করে ভেবিয়ে মেরো না তুমি করো না আর অমন ছলনা পড়েছি আজ কেমন জ্বালায় বোঝাই কি করে তোমায় হবে কি দয়া তোমার অভাগা আমারই উপরে। তোমার প্রেম তুমি লুকিয়ে রেখো না তুমি করো না আর অমন ছলনা।। Englishsab kathā balo tabu kichhui balo nā keman kare jānbo bhālabesechh āmāẏ bhālabāsār keman rīti balo nā tumi ekaṭukhāni bujhiẏe balo nā| śhudhu buker kathā lukiẏe rekho nā tumi karo nā ār aman chhalnā|| ghure mari golak dhām̐dhāẏ ekhan ki habe upāẏ pāro to bām̐chāo āmāẏ sopechhi hṛdaẏ tomāẏ| āmāẏ aman kare bhebiẏe mero nā tumi karo nā ār aman chhalnā par̤echhi āj keman jbālāẏ bojhāi ki kare tomāẏ habe ki daẏā tomār abhāgā āmāra̮i upre| tomār prem tumi lukiẏe rekho nā tumi karo nā ār aman chhalnā||