Title (Indic)সাদা কাগজটার মূল্য কী আছে WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Abida Sultana LyricsBengaliসাদা কাগজটার মূল্য কী আছে যদি তাতে কিছু লেখা না থাকে। ভীরু হৃদয়টার মূল্য কী আছে যদি কিছু ভালবাসা না থাকে।। গোলাপ সবাই ভালবাসে তাতে গন্ধ আছে বলে ফাগুন বড় মধুময় সুর ছন্দ আছে বলে ঐ ঝিনুকটার মূল্য কী আছে। যদি বুকে তার মুক্তো না থাকে।। রূপের সাগর ভাল লাগে হিরা পান্না আছে বলে জীবন এত সুধাময় হাসি কান্না আছে বলে ঐ আকাশটার মূল্য কী আছে। যদি তাতে কিছু মেঘ না থাকে।। Englishsādā kāgajṭār mūly kī āchhe yadi tāte kichhu lekhā nā thāke| bhīru hṛdaẏaṭār mūly kī āchhe yadi kichhu bhālbāsā nā thāke|| golāp sabāi bhālbāse tāte gandh āchhe bale phāgun bar̤ madhumaẏ sur chhand āchhe bale ai jhinukṭār mūly kī āchhe| yadi buke tār mukto nā thāke|| rūper sāgar bhāl lāge hirā pānnā āchhe bale jīban et sudhāmaẏ hāsi kānnā āchhe bale ai ākāśhṭār mūly kī āchhe| yadi tāte kichhu megh nā thāke||