Title (Indic)রঙ্গীলা আপনি রাধা তারে হোরীর রং দিও না WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Saabihaa maahbub LyricsBengaliরঙ্গীলা আপনি রাধা তারে হোরীর রং দিও না ফাগুনের রাণী যে রাই তারে রঙে রাঙিয়ো না। রাঙ্গা আবির রাঙ্গা ঠোঁটে গালে ফাগের লালী ফোটে রংসায়রে নেয়ে উঠে অঙ্গে ঝরে রঙের সোনা। অনুরাগ-রাঙা মনে রঙের খেলা ক্ষণে ক্ষণে অন্তরে যার রঙের লীলা (তারে) বাহিরে রং লাগিয়ো না।। Englishraṅgīlā āpni rādhā tāre horīr raṁ dio nā phāguner rāṇī ye rāi tāre raṅe rāṅiẏo nā| rāṅgā ābir rāṅgā ṭheাm̐ṭe gāle phāger lālī phoṭe raṁsāẏare neẏe uṭhe aṅge jhare raṅer sonā| anurāg-rāṅā mane raṅer khelā kṣhaṇe kṣhaṇe antare yār raṅer līlā (tāre) bāhire raṁ lāgiẏo nā||