Title (Indic)প্রতিক্ষা ছিল সারা বিকেল জুড়ে WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Shibaajee Chatterjee LyricsBengaliপ্রতিক্ষা ছিল সারা বিকেল জুড়ে দুরু দুরু গুরু গুরু বেজেছিল আমার হৃদয়পুরে আমি একাই ছিলাম তুমি অনেক দূরে।। কি যেন শব্দ হতেই ফিরে তাকালাম দেখি ঝড়ের বাতাস অকাল বদনের একটু আভাস। আমি পথ হারালাম একা ঘুরে ঘুরে তুমি তখন অনেক দূরে।। অকারণে মনে মনে কত ডাকলাম শুধু নিরব হতাশ বিবর্ণ রঙ্গে যেন প্রাচীন আকাশ। আমি গান বাধলাম মিছে সুরে সুরে তুমি তখন অনেক দূরে।। Englishpratikṣhā chhil sārā bikel jur̤e duru duru guru guru bejechhil āmār hṛdaẏapure āmi ekāi chhilām tumi anek dūre|| ki yen śhabd hatei phire tākālām dekhi jhar̤er bātās akāl badner ekṭu ābhās| āmi path hārālām ekā ghure ghure tumi takhan anek dūre|| akārṇe mane mane kat ḍāklām śhudhu nirab hatāśh bibarṇ raṅge yen prāchīn ākāśh| āmi gān bādhlām michhe sure sure tumi takhan anek dūre||