Title (Indic)প্রথম বাংলাদেশ WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Music Alauddin Ali Performer Shaahnaaj rahamatullaah LyricsBengaliপ্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।। আমার আঙিনায় ছড়ানো বিছানো, সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে, সবুজের আল্পনা, আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজবোনা।। অরূপ জোছনায়, সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ তলে নিবিড় মমরায়, পিউ পাপিয়া হৃদয়ের দ্বার খোলে, আমি তাতেই রেখেছি স্বপ্নের দ্বীপ জ্বেলে।। Englishpratham bāṁlādeśh, āmār śheṣh bāṁlādeśh, jīban bāṁlādeśh āmār maraṇ bāṁlādeśh, bāṁlādeśh, bāṁlādeśh, bāṁlādeśh|| āmār āṅināẏ chhar̤āno bichhāno, sonā sonā dhulikṇā, māṭir mamatāẏ ghās phasle, sabujer ālpanā, āmār tātei haẏechhe sbapner bījbonā|| arūp jochhanāẏ, sājāno rāṅāno jhilimili chām̐d tale nibir̤ mamarāẏ, piu pāpiẏā hṛdaẏer dbār khole, āmi tātei rekhechhi sbapner dbīp jbele||