Title (Indic)ফুলের জলসায় নীরব কেন কবি WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Music Pankaj Performer Kumkum shyaanaal LyricsBengaliফুলের জলসায় নীরব কেন কবি ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি নীরব কেন কবি।। যে বীণা তোমার পায়ের কাছে বুক ভরা সুর লয়ে জাগিয়া আছে তোমার পরশে ছড়াক হরষে আকাশে বাতাসে তার সুরের সুরভি নীরব কেন কবি।। তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া অভিমানে রাতে গোলাপ হয়ে ফুটুক তাহারই কামনা উদাস প্রাতে ফিরে যে আসবে না ভুলো তাহারে চাহ তাহার পানে দাঁড়ায় যে দ্বারে অস্ত চাঁদের বাসনা ভুলাতে অরুণ অনুরাগে উদলি রবি নীরব কেন কবি।। Englishphuler jalasāẏ nīrab ken kabi bhorer hāoẏāẏ kānnā pāoẏāẏ tab mlān chhabi nīrab ken kabi|| ye bīṇā tomār pāẏer kāchhe buk bharā sur laẏe jāgiẏā āchhe tomār parśhe chhar̤āk harṣhe ākāśhe bātāse tār surer surbhi nīrab ken kabi|| tomār ye priẏā gel bidāẏ niẏā abhimāne rāte golāp haẏe phuṭuk tāhāra̮i kāmnā udās prāte phire ye āsbe nā bhulo tāhāre chāh tāhār pāne dām̐r̤āẏ ye dbāre ast chām̐der bāsnā bhulāte aruṇ anurāge udli rabi nīrab ken kabi||