Title (Indic)পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Supreeti ghosh LyricsBengaliপথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে। শোন্ শোন্ রে, মন রে আমার, উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গ নে।। দিক্-হারানো দুঃসাহসে সকল বাঁধন পড়ুক খসে, কিসের বাধা ঘরের কোণের শাসনসীমা-লঙ্ঘনে।। বেদনা তোর বিজুলশিখা জ্বলুক অন্তরে। সর্বনাশের করিস সাধন বজ্রমন্তরে। অজানাতে করবি গাহন, ঝড় সে পথের হবে বাহন– শেষ করে দিস আপনারে তুই প্রলয় রাতের ক্রন্দনে।। Englishpathik megher dal joṭe oi śhrābaṇaggan-aṅgane| śhon śhon re, man re āmār, udhāo haẏe niruddeśher saṅg ne|| dik-hārāno duḥsāhse sakal bām̐dhan par̤uk khase, kiser bādhā gharer koṇer śhāsansīmā-laṅghane|| bednā tor bijulśhikhā jbaluk antare| sarbanāśher karis sādhan bajramantare| ajānāte karbi gāhan, jhar̤ se pather habe bāhan– śheṣh kare dis āpnāre tui pralaẏ rāter krandane||