“পথ গেছে বেকে পথের আড়ালে ।।
কোন সে দূর অজানায়
তবু মধ্য পথে থমকে দাড়ালে
মিলবে কি ঠিকানায়।
পথেই পাবে পথের দিশা
পথেই যাবে কেটে অমানিশা”।।
ও ও ও পথ গেছে বেকে. . . . . . .
যতক্ষন বেচে থাকা
পথই তো সাথী
সময়ের প্রতি নাম হল চাকা
অস্তিত্ব গতি
ও ও ও ও
পথ গেছে বেকে পথের. , . . .
এ জীবন মানে চলা
অনন্ত কালে
জীবনের জয়গান গেয়ে চলা
নৃত্য চলা চলে
ও ও ও
“পথ গেছে বেকে পথের আড়ালে ।।
কোন সে দূর অজানায়
তবু মধ্য পথে থমকে দাড়ালে
মিলবে কি ঠিকানায়।
পথেই পাবে পথের দিশা
পথেই যাবে কেটে অমানিশা”।।
ও ও ও পথ গেছে বেকে. . . . . .