আমার নিশিথ রাতের বাদল ধারা
আমার নিশিথ রাতের বাদল ধারা
এসো হে গোপনে, আমার স্বপ্ন লোকের দিশাহারা
নিশিথ রাতের বাদল ধারা
আমার নিশিথ রাতের বাদল ধারা
ওগো অন্ধকারের অন্তরধন, দাও ঢেকে মোর পরান মন
আমি চাইনে , আমি চাইনে
আমি চাইনে তপন চাইনে ধারা
নিশিথ রাতের বাদল ধারা
আমার নিশিথ রাতের বাদল ধারা
যখন সবাই মগন ঘুমের ঘোরে
নিও গো, নিও গো
আমার ঘুম নিও গো হরন করে
সবাই মগন ঘুমের ঘোরে
নিও গো, নিও গো
আমার ঘুম নিও গো হরন করে
একলা ঘরে চুপে চুপে, এসো কেবল সুরে ডুবে
একলা ঘরে চুপে চুপে, এসো কেবল সুরে ডুবে
দিও গো, দিও গো, আমার চোখের জলে দিও সাড়া
নিশিথ রাতের বাদল ধারা
আমার নিশিথ রাতের বাদল ধারা
এসো হে গোপনে, আমার স্বপ্ন লোকের দিশাহারা
নিশিথ রাতের বাদল ধারা
আমার নিশিথ রাতের বাদল ধারা