Title (Indic)মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Suchitraa mitr LyricsBengaliমেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি। ওরা ঘর-ছাড়া মোর মনের কথা যায় বুঝি ওই গাঁথি গাঁথি।। সুদূরের বীণার স্বরে কে ওদের হৃদয় হরে দুরাশার দুঃসাহসে উদাস করে সে কোন উধাও হাওয়ার পাগলামিতে পাখা ওদের ওঠে মাতি।। ওদের ঘুম ছুটেছে, ভয় টুটেছে একেবারে অলক্ষ্যেতে লক্ষ ওদের পিছন-পানে তাকায় না রে। যে বাসা ছিল জানা সে ওদের দিল হানা, না-জানার পথে ওদের নাই রে মানা ওরা দিনের শেষে দেখেছে কোন্ মনোহরণ আঁধার রাতি Englishmegher kole kole yāẏ re chale baker pām̐ti| orā ghar-chhār̤ā mor maner kathā yāẏ bujhi oi gām̐thi gām̐thi|| sudūrer bīṇār sbare ke oder hṛdaẏ hare durāśhār duḥsāhse udās kare se kon udhāo hāoẏār pāgalāmite pākhā oder oṭhe māti|| oder ghum chhuṭechhe, bhaẏ ṭuṭechhe ekebāre alakṣhyete lakṣh oder pichhan-pāne tākāẏ nā re| ye bāsā chhil jānā se oder dil hānā, nā-jānār pathe oder nāi re mānā orā diner śheṣhe dekhechhe kon manohraṇ ām̐dhār rāti