Title (Indic)লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Bebee naajneen LyricsBengaliলোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে।। বৃষ্টি হইলে আকাশ মাটির হয়ে যায় মিলন হিয়ার মাঝে দেখলাম আমি চাঁদের কিরণ। হয় না রূপের তুলনা পাই না খুজে উপমা লক্ষ কোটি চাঁদের আলোর উদয় হয়েছে।। পথিক খোজে পথের দিশা চড়ই খুজে খড় তোমার চোখে খুজি আমি ভালবাসার ঘর। বিশ্বাস না হয় এসো না নিজের চোখে দেখ না হৃদয় সিংহাশনে আমার কে বসেছে।। Englishloke bale āmār ghare nāki chām̐d esechhe| nā go nā chām̐d naẏ āmār bandhu esechhe|| bṛṣhṭi ha̮ile ākāśh māṭir haẏe yāẏ milan hiẏār mājhe dekhlām āmi chām̐der kiraṇ| haẏ nā rūper tulnā pāi nā khuje upmā lakṣh koṭi chām̐der ālor udaẏ haẏechhe|| pathik khoje pather diśhā char̤a̮i khuje khar̤ tomār chokhe khuji āmi bhālabāsār ghar| biśhbās nā haẏ eso nā nijer chokhe dekh nā hṛdaẏ siṁhāśhne āmār ke basechhe||