Title (Indic)কোন্ খেপা শ্রাবণ ছুটে এল আশ্বিনেরই আঙিনায় WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Suchitraa mitr LyricsBengaliকোন্ খেপা শ্রাবণ ছুটে এল আশ্বিনেরই আঙিনায়। দুলিয়ে জটা ঘনঘটা পাগল হাওয়ার গান সে গায়॥ মাঠে মাঠে পুলক লাগে ছায়ানটের নৃত্যরাগে, শরৎ-রবির সোনার আলো উদাস হয়ে মিলিয়ে যায়॥ কী কথা সে বলতে এল ভরা ক্ষেতের কানে কানে লুটিয়ে-পড়া কিসের কাঁদন উঠেছে আজ নবীন ধানে। মেঘে অধীর আকাশ কেন ডানা-মেলা গরুড় যেন– পথ-ভোলা এক পথিক এসে পথের বেদন আনল ধরায়॥ Englishkon khepā śhrābaṇ chhuṭe el āśhbinera̮i āṅināẏ| duliẏe jaṭā ghanaghṭā pāgal hāoẏār gān se gāẏ|| māṭhe māṭhe pulak lāge chhāẏānṭer nṛtyarāge, śharat-rabir sonār ālo udās haẏe miliẏe yāẏ|| kī kathā se balte el bharā kṣheter kāne kāne luṭiẏe-par̤ā kiser kām̐dan uṭhechhe āj nabīn dhāne| meghe adhīr ākāśh ken ḍānā-melā garur̤ yen– path-bholā ek pathik ese pather bedan ānal dharāẏ||