Title (Indic)কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায় WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Kabeer suman LyricsBengaliকতটা পথ পেরোলে তবে পথিক বলা যায় কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার দায় কতটা অপচয়ের পর মানুষ চেনা যায় প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা।। কত বছর পাহাড় বাঁচে ভেঙে যাবার আগে কত বছর মানুষ বাঁচে পায়ে শিকল পড়ে ।। ক’বার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে ।। বলবে তুমি দেখছিলে না তেমন ভালো করে। কত হাজার বারের পর আকাশ দেখা যাবে কতটা কান পাতলে তবে কান্না শোনা যাবে ।। কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে ।। বড্ড বেশী মানুষ গেছে বানের জলে ভেসে । Englishkatṭā path perole tabe pathik balā yāẏ katṭā path perole pākhi jirobe tār dāẏ katṭā apachaẏer par mānuṣh chenā yāẏ praśhnagulo sahaj, ār uttarao to jānā|| kat bachhar pāhār̤ bām̐che bheṅe yābār āge kat bachhar mānuṣh bām̐che pāẏe śhikal par̤e || ka’bār tumi andh seje thākār anurāge || balbe tumi dekhchhile nā teman bhālo kare| kat hājār bārer par ākāśh dekhā yābe katṭā kān pātle tabe kānnā śhonā yābe || kat hājār marle tabe mānbe tumi śheṣhe || baḍḍ beśhī mānuṣh gechhe bāner jale bhese |