You are here

Kabe aami baahir halem tomaari gaan geye

Title (Indic)
কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে
Work
Language
Credits
Role Artist
Music Rabindranath Tagore
Performer Shreeraadhaa Banerjee
Writer Rabindranath Tagore

Lyrics

Bengali

কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে
সে তো আজকে নয় সে আজকে নয়।

ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে
সে তো আজকে নয় সে আজকে নয়।।

ঝরনা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়
তেমনি ক’রে ধেয়ে এলেম জীবনধারা বেয়ে
সে তো আজকে নয় সে আজকে নয়।।

কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে
কোন্‌ আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে-
সে তো আজকে নয় সে আজকে নয়।

পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি
তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে ছেয়ে
সে তো আজকে নয় সে আজকে নয়।।

English

kabe āmi bāhir halem tomāri gān geẏe
se to ājke naẏ se ājke naẏ|

bhule gechhi kabe theke āschhi tomāẏ cheẏe
se to ājke naẏ se ājke naẏ||

jharnā yeman bāhire yāẏ, jāne nā se kāhāre chāẏ
temni ka’re dheẏe elem jībandhārā beẏe
se to ājke naẏ se ājke naẏ||

kata̮i nāme ḍekechhi ye, kata̮i chhabi em̐kechhi ye
kon‌ ānande chalechhi tār ṭhikānā nā peẏe-
se to ājke naẏ se ājke naẏ|

puṣhp yeman ālor lāgi nā jene rāt kāṭāẏ jāgi
temni tomār āśhāẏ āmār hṛdaẏ āchhe chheẏe
se to ājke naẏ se ājke naẏ||

Lyrics search