জীবনের প্রয়োজনে একটি জীবন পাশে দাড়াবেকি…?
অনেক নিরাশা ভেঙ্গে একটু আশা প্রানে জাগাবেকি…?
ও… একটি একটু করে পথ, সবুজ আঙ্গিনায় যেতে চাই
ও… একটু একটু করে বেশ, মানুষ হয়ে বাঁচতে চাই…
দেখ অপার ভালবাসা প্রাণেরি মেলা
চোখ বাঁধা সময়ের অন্ধ খেলা…
ও একটু একটু করে বেশ
অনেকটা পথ হেটে যেতে চাই
ও একটু একটু করে বেশ
অনেক ভালবাসা পেতে চাই…।
সবুজের হাতছানি দিয়ে যায় বারবার দেখেছকি?
সততার মুখোমুখি প্রানের মিছিল আজ দাড়াবেকি?
ও দিন বদলের পালা বেশ,সময়ের ঘাটে নৌকা বেড়াই
অসময় থাকে শেষ মেষ,তোমায় সাথে নিয়ে যেতে চাই…
দেখ সবুজ প্রানের মেলা জেগেছে আবার
নিয়মের কারাগার বন্ধ দুয়ার…
ও দিন বদলের পালা বেশ,সময়ের ঘাটে নৌকা বেড়াই
অসময় থাকে শেষ মেষ,তোমায় সাথে নিয়ে যেতে চাই…