You are here

Hrday aamaar prakaash hal

Title (Indic)
হৃদয় আমার প্রকাশ হল
Work
Language
Credits
Role Artist
Music Rabindranath Tagore
Performer Manoj muraalee naayaar
Writer Rabindranath Tagore

Lyrics

Bengali

হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে।
বেদন-বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে ॥

এই-যে আলোর আকুলতা আমারি এ আপন কথা–
ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে॥

বাইরে তুমি নানা বেশে ফের নানা ছলে;
জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে।

আজকে দেখি পরান-মাঝে,
তোমার গলায় সব মালা যে–
সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে।
সেই কথা আজ প্রকাশ হল অনন্ত আকাশে॥

English

hṛdaẏ āmār prakāśh hal anant ākāśhe|
bedan-bām̐śhi uṭhal beje bātāse bātāse ||

ei-ye ālor ākultā āmāri e āpan kathā–
phire ese āmār prāṇe āmāre udāse||

bāire tumi nānā beśhe pher nānā chhale;
jāni ne to āmār mālā diẏechhi kār gale|

ājke dekhi parān-mājhe,
tomār galāẏ sab mālā ye–
sab niẏe śheṣh dharā dile gabhīr sarbanāśhe|
sei kathā āj prakāśh hal anant ākāśhe||

Lyrics search