Title (Indic)গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায় WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Jaganmay mitr LyricsBengaliগভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়, কে যেন আমারে ডাকে – সে কি তুমি, সে কি তুমি? কার স্মৃতি বুকে পাষাণের মত ভার হয়ে যেন থাকে, সে কি তুমি, সে কি তুমি? কাহার ক্ষুধিত প্রেম যেন হায় ভিক্ষা চাহিয়া কাঁদিয়া বেড়ায় কার সকরুণ আঁখি দুটি যেন রাতের তারার মত মুখপানে চেয়ে থাকে – সে কি তুমি, সে কি তুমি? নিশির বাতাস কাহার হুতাশ দীরঘ নিশাস সম ঝড় তোলে এসে অন্তরে মোর, ওগো দুরন্ত মম সে কি তুমি, সে কি তুমি? মহাসাগরের ঢেউয়ের মতন, বুকে এসে বাজে কাহার রোদন? পিয়া পিয়া নাম ডাকে অবিরাম বনের পাপিয়া পাখি আমার চম্পা শাখে সে কি তুমি, সে কি তুমি? Englishgabhīr niśhīthe ghum bheṅge yāẏ, ke yen āmāre ḍāke – se ki tumi, se ki tumi? kār smṛti buke pāṣhāṇer mat bhār haẏe yen thāke, se ki tumi, se ki tumi? kāhār kṣhudhit prem yen hāẏ bhikṣhā chāhiẏā kām̐diẏā ber̤āẏ kār sakruṇ ām̐khi duṭi yen rāter tārār mat mukhpāne cheẏe thāke – se ki tumi, se ki tumi? niśhir bātās kāhār hutāśh dīragh niśhās sam jhar̤ tole ese antare mor, ogo durant mam se ki tumi, se ki tumi? mahāsāgrer ḍheuẏer matan, buke ese bāje kāhār rodan? piẏā piẏā nām ḍāke abirām baner pāpiẏā pākhi āmār champā śhākhe se ki tumi, se ki tumi?