Title (Indic)এসো নূপুর বাজাইয়া যমুনা নাচাইয়া WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Maanabendr Mukherjee LyricsBengaliএসো নূপুর বাজাইয়া যমুনা নাচাইয়া কৃষ্ণ কানাইয়া হরি। মাখি’গোখুর ধূলিরেণু গোঠে চরাইয়া ধেনু বাজায়ে বাঁশের বাঁশরি।। গোপী চন্দন চর্চিত অঙ্গে প্রাণ মাতাইয়া প্রেম তরঙ্গে বামে হেলায়ে ময়ুর পাখা দুলায়ে তমাল শাখা দীপবনে, দাঁড়ায়ে ত্রিভঙ্গে। এসো লয়ে সেই শ্যাম-শোভা ব্রজ বধু মনোলোভা সেই পীত বসন পরি’।। এসো গগনে ফেলি নীল ছায়া আনো পিপাসিত চোখে মেঘ মায়া। এসো মাধব মাধবী তলে এসো বনমালী বন-মালা গলে এসো ভক্তিতে প্রেমে আঁখি জলে এসো তিলক লাঞ্ছিত সুর নর বাঞ্ছিত বামে লয়ে রাই কিশোরী।। Englisheseা nūpur bājāiẏā yamunā nāchāiẏā kṛṣhṇ kānāiẏā hari| mākhi’geাkhur dhūlireṇu geাṭhe charāiẏā dhenu bājāẏe bām̐śher bām̐śhri|| geাpī chandan charchit aṅge prāṇ mātāiẏā prem taraṅge bāme helāẏe maẏur pākhā dulāẏe tamāl śhākhā dīpabne, dām̐r̤āẏe tribhaṅge| eseা laẏe sei śhyām-śheাbhā braj badhu maneাleাbhā sei pīt basan pari’|| eseা gagne pheli nīl chhāẏā āneা pipāsit cheাkhe megh māẏā| eseা mādhab mādhbī tale eseা banmālī ban-mālā gale eseা bhaktite preme ām̐khi jale eseা tilak lāñchhit sur nar bāñchhit bāme laẏe rāi kiśheাrī||