Title (Indic)একটি কুড়ি দুটি পাতা রতনপুর বাগিচায় WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Bhoopen haajaarikaa LyricsBengaliএকটি কুড়ি দুটি পাতা রতনপুর বাগিচায় অমল কোমল হাত বাড়িয়ে লছমি আজো তোলে সবুজ পাতার বাহারে দুলতো দোদুল আহারে প্রেমের পরাগ তার ছড়াতো হাসিলে ও বাতাসে নাচিলে জগ্নু আর লছমি যে বিয়ের রাতে ঝুমুরে রতনপুর বাগিচায় জোয়ারে তুলেছে, ও জোয়ার তুলেছে তাদের প্রেমের কুটিরে ছোট্ট শিশু এলরে কী দেব তার তুলনা চাঁদের আলো ঝরে জগ্নু যেন যুবক পাতার লছমি লজ্জাবতী লতা দুটি পাতার বুকে কুড়ি ঘুমায় পড়িলে ও ঘুমায় পড়িলে এই মানুষরূপী পাতার সাত পিশাচেরা বাড়ায় হাত অকালে হায় ছিনিয়ে নিতে আসে দলে দলে ঐ আসে দলে দলে ভয়ে পাতা গুটিসুটি আধিক ফোঁটা কুড়িটি আড়াল করে ঢেকে রাখে পিশাচ আসিলে ঐ পিশাচ আসিলে তাম্রবরণ দুহাতে সবল বাহুর আঘাতে। ধম ধমা ধম মাদল বাজায় নতুন সাড়া তুলে হাজার দেহ দোলে হাজার দেহ দোলে নতুন দিনের আহবানে হাজার চোখের আগুনে বজ্র মাদল গর্জনে পিশাচ তাড়ালে ও পিশাচ তাড়ালে।। Englishekṭi kur̤i duṭi pātā ratanpur bāgichāẏ amal komal hāt bār̤iẏe lachhmi ājo tole sabuj pātār bāhāre dulto dodul āhāre premer parāg tār chhar̤āto hāsile o bātāse nāchile jagnu ār lachhmi ye biẏer rāte jhumure ratanpur bāgichāẏ joẏāre tulechhe, o joẏār tulechhe tāder premer kuṭire chhoṭṭ śhiśhu elre kī deb tār tulnā chām̐der ālo jhare jagnu yen yubak pātār lachhmi lajjābtī latā duṭi pātār buke kur̤i ghumāẏ par̤ile o ghumāẏ par̤ile ei mānuṣhrūpī pātār sāt piśhācherā bār̤āẏ hāt akāle hāẏ chhiniẏe nite āse dale dale ai āse dale dale bhaẏe pātā guṭisuṭi ādhik phom̐ṭā kur̤iṭi ār̤āl kare ḍheke rākhe piśhāch āsile ai piśhāch āsile tāmrabraṇ duhāte sabal bāhur āghāte| dham dhamā dham mādal bājāẏ natun sār̤ā tule hājār deh dole hājār deh dole natun diner āhbāne hājār chokher āgune bajr mādal garjane piśhāch tār̤āle o piśhāch tār̤āle||