You are here

Eki maayaa lukaao kaayaa

Title (Indic)
একি মায়া লুকাও কায়া
Work
Language
Credits
Role Artist
Music Rabindranath Tagore
Performer Manoj muraalee naayaar
Writer Rabindranath Tagore

Lyrics

Bengali

একি মায়া, লুকাও কায়া
জীর্ণ শীতের সাজে।
আমার সয় না, সয় না, সয় না প্রাণে,
কিছুতে সয় না যে।।

কৃপণ হয়ে হে মহারাজ,
রইবে কি আজ আপন ভুবন-মাঝে।।

বুঝতে নারি বনের বীণা
তোমার প্রসাদ পাবে কিনা।
হিমের হাওয়ায় গগন-ভরা ব্যাকুল রোদন বাজে।।

কেন মরুর পারে কাটাও বেলা রসের কাণ্ডারী।
লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভাণ্ডারী। ।
রিক্তপাতা শুষ্ক শাখে
কোকিল তোমার কই গো ডাকে।
শূন্য সভা, মৌন বাণী, আমরা মরি লাজে।।

English

eki māẏā, lukāo kāẏā
jīrṇ śhīter sāje|
āmār saẏ nā, saẏ nā, saẏ nā prāṇe,
kichhute saẏ nā ye||

kṛpaṇ haẏe he mahārāj,
ra̮ibe ki āj āpan bhuban-mājhe||

bujhte nāri baner bīṇā
tomār prasād pābe kinā|
himer hāoẏāẏ gagan-bharā byākul rodan bāje||

ken marur pāre kāṭāo belā raser kāṇḍārī|
lukiẏe āchhe kothāẏ tomār rūper bhāṇḍārī| |
riktapātā śhuṣhk śhākhe
kokil tomār ka̮i go ḍāke|
śhūny sabhā, maun bāṇī, āmrā mari lāje||

Lyrics search