Title (Indic)একি গভীর বাণী এল ঘন মেঘের আড়াল ধ’রে WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Chinmay Chatterjee LyricsBengaliএকি গভীর বাণী এল ঘন মেঘের আড়াল ধ’রে সকল আকাশ আকুল ক’রে॥ সেই বাণীর পরশ লাগে, নবীন প্রাণের বাণী জাগে, হঠাৎ দিকে দিগন্তরে ধরার হৃদয় ওঠে ভরে॥ সে কে বাঁশি বাজিয়েছিল কবে প্রথম সুরে তালে, প্রাণেরে ডাক দিয়েছিল সুদূর আঁধার আদিকালে। তার বাঁশির ধ্বনিখানি আজ আষাঢ় দিল আনি, সেই অগোচরের তরে আমার হৃদয় নিল হ’রে॥ Englisheki gabhīr bāṇī el ghan megher ār̤āl dha’re sakal ākāśh ākul ka’re|| sei bāṇīr paraśh lāge, nabīn prāṇer bāṇī jāge, haṭhāt dike digantare dharār hṛdaẏ oṭhe bhare|| se ke bām̐śhi bājiẏechhil kabe pratham sure tāle, prāṇere ḍāk diẏechhil sudūr ām̐dhār ādikāle| tār bām̐śhir dhbanikhāni āj āṣhār̤h dil āni, sei agochrer tare āmār hṛdaẏ nil ha’re||