Title (Indic)এই যাদুটা যদি সত্যি হয়ে যেত WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Samina Chowdhury LyricsBengaliএই যাদুটা যদি সত্যি হয়ে যেত তাহলে আমি তা শিখে নিতাম প্রথমেই আমি তাকে যাদু করতাম।। কামনার আঁখিতে আমাকে বেধে সে ধরা দেয় না হৃদয়ে ঝড় তুলে ভালবাসি বাসি ভালবাসে না। যদি পারতাম আমি জীবনের সবটুকু দিয়ে পারতাম। তবে ভেল্কিতে তার দৃষ্টি পাখিটা ধরতাম প্রথমেই আমি তাকে যাদু করতাম ছলনার বাঁশীতে আমাকে ডেকে সে দূরে সরে যায় ভাবনায় মিশে গেলে ছলে বলে কৌশলে পালিয়ে বেড়ায়। যদি জানতাম সম্মহোনের মন্ত্রটা। তবে মন্ত্র দিয়ে মন পিঞ্জরে ভরতাম প্রথমেই আমি তাকে যাদু করতাম।। Englishei yāduṭā yadi satyi haẏe yet tāhle āmi tā śhikhe nitām prathamei āmi tāke yādu kartām|| kāmnār ām̐khite āmāke bedhe se dharā deẏ nā hṛdaẏe jhar̤ tule bhālbāsi bāsi bhālbāse nā| yadi pārtām āmi jībner sabṭuku diẏe pārtām| tabe bhelkite tār dṛṣhṭi pākhiṭā dhartām prathamei āmi tāke yādu kartām chhalnār bām̐śhīte āmāke ḍeke se dūre sare yāẏ bhābanāẏ miśhe gele chhale bale kauśhle pāliẏe ber̤āẏ| yadi jāntām sammahoner mantraṭā| tabe mantr diẏe man piñjare bhartām prathamei āmi tāke yādu kartām||