Title (Indic)এই বৃষ্টি ভেজা রাতে WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Limkan Performer Runa Laila LyricsBengaliএই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে। আমায় তুমি ফেলে যেও না।। এতদিন পরে কাছে এলে ওগো এখনি কেন যাবে চলে এ হৃদয় জুড়ে পিয়াসা ভেঙ্গে দিওনা আমার এ আশা ভালো যদি আমায় নাই বাসো একটু করো করুণা।। জীবনের আকাঁবাকাঁ পথে ও গো কে রবে তোমার সাথে সাথে সবাই যখন চলে যাবে তবু আমায় তখন কাছে পাবে তুমি ছাড়া জীবনে আর তো কিছুই চাইবো না।। Englishei bṛṣhṭi bhejā rāte chale yeo nā| bṛṣhṭir chhande bakuler gandhe| āmāẏ tumi phele yeo nā|| etdin pare kāchhe ele ogo ekhni ken yābe chale e hṛdaẏ jur̤e piẏāsā bheṅge dionā āmār e āśhā bhālo yadi āmāẏ nāi bāso ekṭu karo karuṇā|| jībner ākām̐bākām̐ pathe o go ke rabe tomār sāthe sāthe sabāi yakhan chale yābe tabu āmāẏ takhan kāchhe pābe tumi chhār̤ā jībne ār to kichhui chāibo nā||