Title (Indic)ছায়া ঘনাইছে বনে বনে WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Music Dinendranaath thaakur Performer Debabrat bishbaas LyricsBengaliছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। কবে নবঘন-বরিষনে গোপনে গোপনে এলি কেয়া ॥ পুরবে নীরব ইশারাতে একদা নিদ্রাহীন রাতে হাওয়াতে কী পথে দিলি খেয়া– আষাঢ়ের খেয়ালের কোন্ খেয়া ॥ যে মধু হৃদয়ে ছিল মাখা কাঁটাতে কী ভয়ে দিলি ঢাকা। বুঝি এলি যার অভিসারে মনে মনে দেখা হল তারে, আড়ালে আড়ালে দেয়া-নেয়া– আপনায় লুকায়ে দেয়া-নেয়া ॥ Englishchhāẏā ghanāichhe bane bane, gagne gagne ḍāke deẏā| kabe nabghan-bariṣhne gopne gopne eli keẏā || purbe nīrab iśhārāte ekdā nidrāhīn rāte hāoẏāte kī pathe dili kheẏā– āṣhār̤her kheẏāler kon kheẏā || ye madhu hṛdaẏe chhil mākhā kām̐ṭāte kī bhaẏe dili ḍhākā| bujhi eli yār abhisāre mane mane dekhā hal tāre, ār̤āle ār̤āle deẏā-neẏā– āpanāẏ lukāẏe deẏā-neẏā ||