Title (Indic)বৃষ্টি শেষের হাওয়া কিসের খোঁজে WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Phirojaa begam LyricsBengaliবৃষ্টিশেষের হাওয়া কিসের খোঁজে বইছে ধীরে ধীরে। গুঞ্জরিয়া কেন বেড়ায় ও যে বুকের শিরে শিরে।। অলখ তারে বাঁধা অচিন বীণা ধরার বক্ষে রহে নিত্য লীনা– এই হাওয়া কত যুগের কত মনের কথা বাজায় ফিরে ফিরে।। ঋতুর পরে ঋতু ফিরে আসে বসুন্ধরার কূলে চিহ্ন পড়ে বনের ঘাসে ঘাসে ফুলের পরে ফুলে। গানের পরে গানে তারি সাথে কত সুরের কত যে হার গাঁথে– এই হাওয়া ধরার কণ্ঠ বাণীর বরণমালায় সাজায় ঘিরে ঘিরে।। Englishbṛṣhṭiśheṣher hāoẏā kiser khom̐je ba̮ichhe dhīre dhīre| guñjariẏā ken ber̤āẏ o ye buker śhire śhire|| alakh tāre bām̐dhā achin bīṇā dharār bakṣhe rahe nity līnā– ei hāoẏā kat yuger kat maner kathā bājāẏ phire phire|| ṛtur pare ṛtu phire āse basundharār kūle chihn par̤e baner ghāse ghāse phuler pare phule| gāner pare gāne tāri sāthe kat surer kat ye hār gām̐the– ei hāoẏā dharār kaṇṭh bāṇīr baraṇamālāẏ sājāẏ ghire ghire||