Title (Indic)বহু যুগের ও পার হতে আষাঢ় এল আমার মনে WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Debabrat bishbaas LyricsBengaliবহু যুগের ও পার হতে আষাঢ় এল আমার মনে, কোন্ সে কবির ছন্দ বাজে ঝরো ঝরো বরিষনে॥ যে মিলনের মালাগুলি ধুলায় মিশে হল ধূলি গন্ধ তারি ভেসে আসে আজি সজল সমীরণে॥ সে দিন এমনি মেঘের ঘটা রেবানদীর তীরে, এমনি বারি ঝরেছিল শ্যামলশৈলশিরে। মালবিকা অনিমিখে চেয়ে ছিল পথের দিকে, সেই চাহনি এল ভেসে কালো মেঘের ছায়ার সনে॥ Englishbahu yuger o pār hate āṣhār̤h el āmār mane, kon se kabir chhand bāje jharo jharo bariṣhne|| ye milner mālāguli dhulāẏ miśhe hal dhūli gandh tāri bhese āse āji sajal samīrṇe|| se din emni megher ghaṭā rebāndīr tīre, emni bāri jharechhil śhyāmalaśhailśhire| mālbikā animikhe cheẏe chhil pather dike, sei chāhni el bhese kālo megher chhāẏār sane||