Title (Indic)আষাঢ় শ্রাবণ মানে না তো মন WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Lata Mangeshkar LyricsBengaliআষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝর ঝর ঝর ঝর ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে। তোমাকে আমার মনে পড়েছে।। আলোর তরীটিতে দিন চলে যায়। আঁধারের মন জ্বলে তারায় তারায়। আমার এ মন কেন শুধু আকুলায় বরষন কোথা যেন হয়েছে।।দিওনা কখনো পিছু দিওনা আমায়। সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়। চোখের জলেতে বেয়ে সুখ এলো তায়। আজ মন মোহনায় মিশেছে।। Englishāṣhār̤h śhrābaṇ māne nā to man jhar jhar jhar jhar jharechhe tomāke āmār mane par̤echhe| tomāke āmār mane par̤echhe|| ālor tarīṭite din chale yāẏ| ām̐dhārer man jbale tārāẏ tārāẏ| āmār e man ken śhudhu ākulāẏ barṣhan kothā yen haẏechhe||dionā kakhno pichhu dionā āmāẏ| sabkichhu pāoẏā habe pele go tomāẏ| chokher jalete beẏe sukh elo tāẏ| āj man mohanāẏ miśhechhe||