Title (Indic)আর কোনদিন তোমায় আমি WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Andrew Kishore Writer Aabdul haai aal haadee LyricsBengaliআর কোনদিন তোমায় আমি প্রিয় নামে ডাকবো না।। আর কখনো তোমায় আমি আপন করে ভাববো না প্রিয় নামে ডাকবো না।। ভাববো না আর কথা তোমার মাটির প্রদীপ জ্বলিয়ে আবার প্রেমের চিঠি এই জীবনে। আর কখনো লিখবো না প্রিয় নামে ডাকবো না।। ভাববো তুমি স্বপন ছিলে ঘুমের ঘোরে এসেছিলে স্বপ্ন সফল হায় না জানি। স্বপ্ন আমি দেখবো না প্রিয় নামে ডাকবো না।। শেষ দেখা আজ মনে রেখো মোর সমাধি তরী দেখো চরণ ফেলে যেও না চলে। আর আমি যে কাঁদবো না প্রিয় নামে ডাকবো না।। Englishār kondin tomāẏ āmi priẏ nāme ḍākbo nā|| ār kakhno tomāẏ āmi āpan kare bhābbo nā priẏ nāme ḍākbo nā|| bhābbo nā ār kathā tomār māṭir pradīp jbaliẏe ābār premer chiṭhi ei jībne| ār kakhno likhbo nā priẏ nāme ḍākbo nā|| bhābbo tumi sbapan chhile ghumer ghore esechhile sbapn saphal hāẏ nā jāni| sbapn āmi dekhbo nā priẏ nāme ḍākbo nā|| śheṣh dekhā āj mane rekho mor samādhi tarī dekho charaṇ phele yeo nā chale| ār āmi ye kām̐dbo nā priẏ nāme ḍākbo nā||