Title (Indic)আমি তোমার জন্য বৈশাখী ঝড়ে বানাতে পারি বাড়ী WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Kumaar bishbajit LyricsBengaliআমি তোমার জন্য বৈশাখী ঝড়ে বানাতে পারি বাড়ী আমি তোমার জন্য জ্যৈষ্ঠের তাপে পোড়াতে সবি পারি আমি তোমার জন্য আষাঢের মেঘে হয়ে যেতে পারি ক্ষ্রুদ্ধ আমি তোমার জন্য শ্রাবণে স্নানে হয়ে যেতে পারি শুদ্ধ। আমি তোমার জন্য ভাদ্রের আকাশে একলা পাখি আমি তোমার জন্য আশ্বিনে পুষে কষ্ট রাখি আমি তোমার জন্য কার্ত্তিকে ঝরি সোনা সোনা রোদ্ হয়ে আমি তোমার জন্য অগ্রহায়নে মাতি নবান্নের উৎসবে।। আমি তোমার জন্য পৌষে ঘুরে আল পথ ধরি আমি তোমার জন্য মাঘে নিশিতে স্বপ্ন বুনি আমি তোমার জন্য ফাগুনের স্লোগানে মিলেমিশে একাকার আমি তোমার জন্য চৈতালী সাজ়ে হতে চায় শুধু তোমার।। Englishāmi tomār jany baiśhākhī jhar̤e bānāte pāri bār̤ī āmi tomār jany jyaiṣhṭher tāpe por̤āte sabi pāri āmi tomār jany āṣhāḍher meghe haẏe yete pāri kṣhruddh āmi tomār jany śhrābṇe snāne haẏe yete pāri śhuddh| āmi tomār jany bhādrer ākāśhe eklā pākhi āmi tomār jany āśhbine puṣhe kaṣhṭ rākhi āmi tomār jany kārttike jhari sonā sonā rod haẏe āmi tomār jany agrahāẏane māti nabānner utsabe|| āmi tomār jany pauṣhe ghure āl path dhari āmi tomār jany māghe niśhite sbapn buni āmi tomār jany phāguner slogāne milemiśhe ekākār āmi tomār jany chaitālī sāze hate chāẏ śhudhu tomār||