Title (Indic)আমি দূর হতে তোমারে দেখেছি WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Hemant Kumar LyricsBengaliআমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিনিকিনি রিনিঝিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি।। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধবী মোর সংশয়ে রেখেছি।। (যেন) কস্তুরী মৃগ তুমি। আপন গন্ধ ঢেলে এ হৃদয় ছুঁয়ে গেলে সে মায়ায় আপনারে ঢেকেছি ওই কপোলে দেখেছি লাল পদ্ম যেন দল মেলে ফুটেছে সে সদ্য। আমি ভ্রমরের গুঞ্জনে তোমারেই দেখেছি।। Englishāmi dūr hate tomāre dekhechhi ār mugdh haẏe chokhe cheẏe thekechhi| bāje kinikini rinijhini tomāre ye chini chini mane mane kat chhabi em̐kechhi|| chhil bhābe bharā duṭi ām̐khi chañchal tumi bātāse ur̤āle bhīru añchal| oi rūper mādhbī mor saṁśhaẏe rekhechhi|| (yen) kasturī mṛg tumi| āpan gandh ḍhele e hṛdaẏ chhum̐ẏe gele se māẏāẏ āpnāre ḍhekechhi oi kapole dekhechhi lāl padm yen dal mele phuṭechhe se sady| āmi bhramrer guñjane tomārei dekhechhi||