Title (Indic)আঁধারে তুমি পূর্ণিমা চাঁদ WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Uinim LyricsBengaliআঁধারে তুমি পূর্ণিমা চাঁদ হৃদয়ে আমার সাধনার গোলাপ চোখে উষ্ণতা তোমার আবেশ জাগায় অধরে কোমলতা যেন মনকে রাঙায় জীবন জাগানো আলো দিয়েছ তুমি আঁধারে তুমি পূর্ণিমা চাঁদ হৃদয়ে আমার সাধনার গোলাপ আমি চাতক তুমি তাই বৃষ্টি ধারা আমি মরু পথিক তুমি ঝর্না ধারা আমার জীবনে তুমি প্রথম কবিতা আঁধারে তুমি পূর্ণিমা চাঁদ হৃদয়ে আমার সাধনার গোলাপ Englishām̐dhāre tumi pūrṇimā chām̐d hṛdaẏe āmār sādhnār golāp chokhe uṣhṇatā tomār ābeśh jāgāẏ adhre komaltā yen manke rāṅāẏ jīban jāgāno ālo diẏechh tumi ām̐dhāre tumi pūrṇimā chām̐d hṛdaẏe āmār sādhnār golāp āmi chātak tumi tāi bṛṣhṭi dhārā āmi maru pathik tumi jharnā dhārā āmār jībne tumi pratham kabitā ām̐dhāre tumi pūrṇimā chām̐d hṛdaẏe āmār sādhnār golāp