Title (Indic)আমার সকল দুখের প্রদীপ WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Sumitraa basu Writer Rabindranath Tagore LyricsBengaliআমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন আমার ব্যথার পুজা হয়নি সমাপন। যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায় মাঝে সন্ধ্যা পুজার ঘন্টা যখন বাজে। তখন আপন শেষ শিখাটি জ্বালবে এই জীবন।। অনেক দিনের অনেক কথা ব্যকুলতা বাধা বেদন ডোরে মনের মাঝে উঠেছে আজ ভোরে যখন পুজার হোমানলে উঠবে জ্বলে একে একে তাঁরা আকাশ পানে ছুটবে বাঁধনহারা। অস্ত রবির ছবির সাথে মিলবে আয়োজন।। Englishāmār sakal dukher pradīp jbele dibas gele karab nibedan āmār byathār pujā haẏani samāpan| yakhan belā śheṣher chhāẏāẏ pākhirā yāẏ āpan kulāẏ mājhe sandhyā pujār ghanṭā yakhan bāje| takhan āpan śheṣh śhikhāṭi jbālbe ei jīban|| anek diner anek kathā byakultā bādhā bedan ḍore maner mājhe uṭhechhe āj bhore yakhan pujār homānle uṭhbe jbale eke eke tām̐rā ākāśh pāne chhuṭbe bām̐dhanhārā| ast rabir chhabir sāthe milbe āẏojan||