Title (Indic)আমার সাজানো বাগানের আঙ্গিনায় WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Shaahnaaj rahamatullaah LyricsBengaliআমার সাজানো বাগানের আঙ্গিনায় তোমার দেখা আজো পাই নাই।। দুটি আঁখি জলে ভরে তাই আজি এই বেদনায়।। এতো সহজেই কী সুখের বাগানটাকে ভুলে গেলে যে মনের ছায়াতলে একদিন ঠাই নিয়েছিলে। তবু ব্যাথা দিয়ে চলে গেলে মন সুদূর অজানায়।। যাবেই চলে যদি আমার আকাশটাকে আধার করে কেন আশা দিলে চোখে ভালবাসা এই মনটারে। আজ স্মৃতি নিয়ে কাটে শুধু বেলা তোমারই ভাবনায়।। Englishāmār sājāno bāgāner āṅgināẏ tomār dekhā ājo pāi nāi|| duṭi ām̐khi jale bhare tāi āji ei bedanāẏ|| eto sahajei kī sukher bāgānṭāke bhule gele ye maner chhāẏātle ekdin ṭhāi niẏechhile| tabu byāthā diẏe chale gele man sudūr ajānāẏ|| yābei chale yadi āmār ākāśhṭāke ādhār kare ken āśhā dile chokhe bhālbāsā ei manṭāre| āj smṛti niẏe kāṭe śhudhu belā tomāra̮i bhābanāẏ||