Title (Indic)আমার কোন কুলে আজ ভিড়লো তরী WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Aarti Mukherjee LyricsBengaliআমার কোন কুলে আজ ভিড়লো তরী এ কোন সোনার গাঁয়? আমার ভাটির তরী আবার কেন উজান যেতে চায়? দুখেরে কান্ডারী করি আমি ভাসিয়েছিলাম ভাঙ্গা তরী তুমি ডাক দিলে কি স্বপন পরী নয়ন ইশারায় গো? নিভিয়ে দিয়ে ঘরের বাতি ডেকেছিলে ঝড়ের রাতি কে এলে মোর সুরের সাথি গানের কিনারায়? সোনার দেশের সোনার মেয়ে ওগো হবে কি মোর তরীর নেয়ে এবার ভাঙ্গা তরী চল বেয়ে রাঙা অলকায়।। Englishāmār kon kule āj bhir̤lo tarī e kon sonār gām̐ẏ? āmār bhāṭir tarī ābār ken ujān yete chāẏ? dukhere kānḍārī kari āmi bhāsiẏechhilām bhāṅgā tarī tumi ḍāk dile ki sbapan parī naẏan iśhārāẏ go? nibhiẏe diẏe gharer bāti ḍekechhile jhar̤er rāti ke ele mor surer sāthi gāner kinārāẏ? sonār deśher sonār meẏe ogo habe ki mor tarīr neẏe ebār bhāṅgā tarī chal beẏe rāṅā alakāẏ||