Title (Indic)আমার ঘড়ির ঘন্টাগুলো থেমে থেমে চলে আজ WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Reshaad LyricsBengaliআমার ঘড়ির ঘন্টাগুলো থেমে থেমে চলে আজ অনেকটা মোর জীবনের মত লজ্জাবতীর লাজ ।। প্রথম যেদিন বিষাদ জড়িয়ে দুঃখ দিয়েছ মোরে দ্রুত চলা মোর সেকেন্ড কাটা হঠাৎ গিয়েছে থেমে ।। আমার ঘড়ির ঘন্টাগুলো….. প্রথম যেদিন অপবাদ দিয়ে ঠেলে দিয়েছিলে দুরে তখন থেকেই মিনিটের কাটা মন্থর অনিয়মে ।। আমার ঘড়ির ঘন্টাগুলো….. প্রথম যখন তোমার প্রণয়ে অন্য কোন সাথী সেদিন আমার ঘন্টার কাটা বন্ধ আলাপনী ।। আমার ঘড়ির ঘন্টাগুলো থেমে থেমে চলে আজ অনেকটা মোর জীবনের মত লজ্জাবতীর লাজ। Englishāmār ghar̤ir ghanṭāgulo theme theme chale āj anekṭā mor jībner mat lajjābtīr lāj || pratham yedin biṣhād jar̤iẏe duḥkh diẏechh more drut chalā mor sekenḍ kāṭā haṭhāt giẏechhe theme || āmār ghar̤ir ghanṭāgulo….. pratham yedin apbād diẏe ṭhele diẏechhile dure takhan thekei miniṭer kāṭā manthar aniẏame || āmār ghar̤ir ghanṭāgulo….. pratham yakhan tomār praṇaẏe any kon sāthī sedin āmār ghanṭār kāṭā bandh ālāpnī || āmār ghar̤ir ghanṭāgulo theme theme chale āj anekṭā mor jībner mat lajjābtīr lāj|