Title (Indic)আমার গল্প শুনে কারো চোখে WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Tapan Chowdhury LyricsBengaliআমার গল্প শুনে কারো চোখে করুণার জল যদি আসে ভীষণ দুঃখ পাবো আমি তো রয়েছি শোকে এক বুক বেদনা নিয়ে।। দুঃখ আমার কন্ঠের মণিহার চাইলেও কেউ পারবেনা ছিড়তে হৃদয়ের সাথে হৃদয়ের মতো বাঁধা যে কঠিন বাঁধনে ফুলেরই মালা নয়নের জল শুধু সান্ত্বনা নয় বেদনাই বাড়াবে মূত্যু আমার ছায়ারই মতো দেয় যাতনা সারাক্ষণ।। Englishāmār galp śhune kāro chokhe karuṇār jal yadi āse bhīṣhaṇ duḥkh pābo āmi to raẏechhi śhoke ek buk bednā niẏe|| duḥkh āmār kanṭher maṇihār chāileo keu pārbenā chhir̤te hṛdaẏer sāthe hṛdaẏer mato bām̐dhā ye kaṭhin bām̐dhne phulera̮i mālā naẏaner jal śhudhu sāntbanā naẏ bedanāi bār̤ābe mūtyu āmār chhāẏāra̮i mato deẏ yātnā sārākṣhaṇ||