Title (Indic)আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Aabdul aaleem LyricsBengaliআল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান।। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষনা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নুরের ফেরেশ্তা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সন্মান।। যখন ইউনুছ নবীরে খাইল মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলে তুমি এছমে আজম দিয়া দমে দমেতে হরদম সে যে পেল পরিত্রান।। শিশু মুছা নবীকে যখন দুশমনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায়ে সাগরে প্রানে ছিল যাহার ভয়, সেথায় পেল সে আশ্রয় সেই দুশমনেরই হাতে তাঁহার বাঁচাইলে প্রান।। Englishāllāhu āllāhu tumi jālle jālāluhu śheṣh karā to yāẏanā geẏe tomār gungān tumi kāder gaphphār, tumi jalil jabbār anant asīm tumi rahim rahmān|| tumi māṭir ādamke pratham sṛṣhṭi kariẏā ghoṣhnā kariẏā dile śhreṣhṭh baliẏā tāi nurer phereśhtā kare ādamke sejdā sabār cheẏe dile māṭir mānuṣhke sanmān|| yakhan iunuchh nabīre khāil māchhete giliẏā phereśhtā pāṭhāile tumi echhme ājam diẏā dame damete hardam se ye pel paritrān|| śhiśhu muchhā nabīke yakhan duśhamanera̮i ḍare sindhuke bhariẏā dile bhāsāẏe sāgre prāne chhil yāhār bhaẏ, sethāẏ pel se āśhraẏ sei duśhamanera̮i hāte tām̐hār bām̐chāile prān||