You are here

Aallaah ke bojhe tomaar apaar leelaa

Title (Indic)
আল্লাহ্ কে বোঝে তোমার অপার লীলা
Work
Language
Credits
Role Artist
Music Phakir laalan saai
Performer Pharidaa paarbheen
Writer Phakir laalan saai

Lyrics

Bengali

আল্লাহ্ কে বোঝে তোমার অপার লীলা
কে বোঝে তোমার অপার লীলে।
তুমি আপনি আল্লাহ
ডাকো আল্লাহ বলে।

নিরাকারের তরে তুমি নুরী
ছিলে ডিম্ব অবতরী।
সাকারে সৃজন গড়লে ত্রিভুবন
আকারে চমৎকার ভাব দেখালে।

নিরাকার নিগম ধ্বনি
তাও তো সত্য সবাই জানি।।
তুমি আগমের ফুল নিগমে রসুল
আদমের ধড়ে জান হইলে।

আত্ম তত্ত্ব জানে যাঁরা
শাঁইর নিগূঢ় লীলা দেখছে তাঁরা।।
নীড় নিরঞ্জন অকৈথ্য সাধন ।।
লালন খুঁজে বেড়ায় বনজঙ্গলে।

English

āllāh ke bojhe tomār apār līlā
ke bojhe tomār apār līle|
tumi āpni āllāh
ḍāko āllāh bale|

nirākārer tare tumi nurī
chhile ḍimb abatrī|
sākāre sṛjan gar̤le tribhuban
ākāre chamatkār bhāb dekhāle|

nirākār nigam dhbani
tāo to saty sabāi jāni||
tumi āgmer phul nigme rasul
ādmer dhar̤e jān ha̮ile|

ātm tattb jāne yām̐rā
śhām̐ir nigūr̤h līlā dekhchhe tām̐rā||
nīr̤ nirañjan akaithy sādhan ||
lālan khum̐je ber̤āẏ banajaṅgale|

Lyrics search