Title (Indic)আজি বর্ষারাতের শেষে WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Debabrat bishbaas LyricsBengaliআজি বর্ষারাতের শেষে সজল মেঘের কোমল কালোয় অরুণ আলো মেশে॥ বেণুবনের মাথায় মাথায় রঙ লেগেছে পাতায় পাতায়, রঙের ধারায় হৃদয় হারায়, কোথা যে যায় ভেসে॥ এই ঘাসের ঝিলিমিলি, তার সাথে মোর প্রাণের কাঁপন এক তালে যায় মিলি। মাটির প্রেমে আলোর রাগে রক্তে আমার পুলক লাগে– বনের সাথে মন যে মাতে, ওঠে আকুল হেসে॥ Englishāji barṣhārāter śheṣhe sajal megher komal kāloẏ aruṇ ālo meśhe|| beṇubner māthāẏ māthāẏ raṅ legechhe pātāẏ pātāẏ, raṅer dhārāẏ hṛdaẏ hārāẏ, kothā ye yāẏ bhese|| ei ghāser jhilimili, tār sāthe mor prāṇer kām̐pan ek tāle yāẏ mili| māṭir preme ālor rāge rakte āmār pulak lāge– baner sāthe man ye māte, oṭhe ākul hese||