Title (Indic)আজ শ্রাবণের পূর্ণিমাতে কী এনেছিস বল্– WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Suchitraa mitr LyricsBengaliআজ শ্রাবণের পূর্ণিমাতে কী এনেছিস বল্– হাসির কানায় কানায় ভরা নয়নের জল॥ বাদল-হাওয়ায় দীর্ঘশ্বাসে যূথীবনের বেদন আসে– ফুল-ফোটানোর খেলায় কেন ফুল-ঝরানোর ছল। ও তুই কী এনেছিস বল্॥ ওগো, কী আবেশ হেরি চাঁদের চোখে, ফেরে সে কোন্ স্বপন-লোকে। মন বসে রয় পথের ধারে, জানে না সে পাবে কারে– আসা-যাওয়ার আভাস ভাসে বাতাসে চঞ্চল। ও তুই কী এনেছিস বল্॥ Englishāj śhrābṇer pūrṇimāte kī enechhis bal– hāsir kānāẏ kānāẏ bharā naẏaner jal|| bādal-hāoẏāẏ dīrghaśhbāse yūthībner bedan āse– phul-phoṭānor khelāẏ ken phul-jharānor chhal| o tui kī enechhis bal|| ogo, kī ābeśh heri chām̐der chokhe, phere se kon sbapan-loke| man base raẏ pather dhāre, jāne nā se pābe kāre– āsā-yāoẏār ābhās bhāse bātāse chañchal| o tui kī enechhis bal||